কলমিলতা
কাজল কাজল দিনবাপ্পাদিত্য মুখোপাধ্যায়
তোর ওই চোখের পাতার
পাগলা বনে হারিয়ে গেছে মন
অশ্রু ঢেউ উথাল পাথার
আঁকড়ে আছি কাজল কালো কোন
যেদিন তুই থাকবি না আর
থাকব না আর আমি
বাজবে মেঘে একতারার তার
আকাশ গাঙে দিগন্ত ময় কাজল রেখা টানি
নতুন ভাবে নতুন কায়ায়
আবার হবেরে যেদিন দেখা
যতই গভীরে থাক কবিতা ছায়ায়
দু'চোখ ভরে তুলেই নেবো কাজল কালো লেখা
আজকে না হয় বাজুক বুকে
হাঁড়িয়া সুরে মাতাল মাতাল বীণ
কাটুক রাত সুখের বুকে পেরেক ঠুকে
আমি চোখের তারায় আসতে দেখি কাজল কাজল দিন
Bangla Kobita
Poetry by Bappaditya Mukherjee
Read 832 times
Written on 2019-10-08 at 07:55
Tags Banglakobita 
Save as a bookmark (requires login)
Write a comment (requires login)
Send as email (requires login)
Print text
one trick pony |